১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

মসজিদের ইমামের উপর হামলার প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন।

মোঃ গোলাম রাব্বী,পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর জেলা মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মো. সাইদুল ইসলামের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ, ইমাম পরিষদ ও তাওহিদী জনতা এই সংবাদ সম্মেলনে তাদের লিখত বক্তব্য পাঠ করেন।

এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় , গত শুক্রবার আসরের নামাজের পর মসজিদের মেহরাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাবলীগ জামায়াতে সা’দ পন্থী সন্ত্রাসী আল আমীনসহ কয়েকজন মাওলানা সাইদুল ইসলামের উপর হামলা চালায়। স্থানীয় মুসল্লিরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন।

এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে পটুয়াখালী-কুয়াকাটা

মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সা’দপন্থী কার্যক্রম বন্ধের দাবি জানান। তারা আরও বলেন, “একজন সম্মানিত ইমামের উপর হামলা পুরো মুসলিম সমাজের জন্য অমর্যাদাকর। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায় ইসলামের জেলা সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

মসজিদের ইমামের উপর হামলার প্রতিবাদে ওলামা-মাশায়েখদের সংবাদ সম্মেলন।

আপডেট সময়: ০৮:০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

মোঃ গোলাম রাব্বী,পটুয়াখালী জেলা প্রতিনিধি:পটুয়াখালীর জেলা মার্কাজ মসজিদের ইমাম ও জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার শিক্ষক মাওলানা মো. সাইদুল ইসলামের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে ওলামা-মাশায়েখ, ইমাম পরিষদ ও তাওহিদী জনতা এই সংবাদ সম্মেলনে তাদের লিখত বক্তব্য পাঠ করেন।

এ সময় তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় , গত শুক্রবার আসরের নামাজের পর মসজিদের মেহরাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাবলীগ জামায়াতে সা’দ পন্থী সন্ত্রাসী আল আমীনসহ কয়েকজন মাওলানা সাইদুল ইসলামের উপর হামলা চালায়। স্থানীয় মুসল্লিরা এগিয়ে গেলে তারাও হামলার শিকার হন।

এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা তাৎক্ষণিকভাবে পটুয়াখালী-কুয়াকাটা

মহাসড়ক অবরোধের চেষ্টা করলেও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সা’দপন্থী কার্যক্রম বন্ধের দাবি জানান। তারা আরও বলেন, “একজন সম্মানিত ইমামের উপর হামলা পুরো মুসলিম সমাজের জন্য অমর্যাদাকর। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।”

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠ করেন জমিয়তে উলামায় ইসলামের জেলা সভাপতি মাওলানা আব্দুল হক কাওসারী।