০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

 

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ করলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক নয়ন শেখ (২২) এবং অটোরিকশার চালক শাজাহান শেখ (৫৪)। তাঁরা দুজনই ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর সঙ্গে থাকা মা মারাত্মক আহত হন।

এছাড়া, গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক শাজাহান শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যেই তিনি মারা যান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

আপডেট সময়: ০৬:০০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

 

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে তরমুজবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে সংঘর্ষ করলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক নয়ন শেখ (২২) এবং অটোরিকশার চালক শাজাহান শেখ (৫৪)। তাঁরা দুজনই ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফরিদপুর থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নয়ন শেখ ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর সঙ্গে থাকা মা মারাত্মক আহত হন।

এছাড়া, গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক শাজাহান শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যেই তিনি মারা যান। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে জব্দ করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।