
রবিবার ১৬ মার্চ রাত ৮ ঘটিকায় ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়ন গারোবাজার বাসস্ট্যান্ডে সংলগ্ন বৈদ্যুতিক শর্ট সার্কিট
থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা প্রথমে লেপ তোষকের দোকানে ছড়িয়ে পড়ে আশে পাশের ১৫ টি দোকান আগুনের পুরে ছাই হয়ে যায়। ঘাটাইল উপজেলার এবং মধুপুর উপজেলায় ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এক দোকানদার সাথে কথা বলে জানা যায় ঈদ কে সামনে রেখে তারা দোকানে পর্যপ্ত পরিমানের মালামাল তুলেছে। আগুনে তাদের সর্বস্ব কেড়ে নিয়েছে। এই দোকান তাদের জীবিকার এক মাত্র পথ ছিলো। এখন তাদের পরিবার নিয়ে রাস্তায় দাড়াতে হবে।
ঘাটাইলে এমন দুর্ঘটনায় হর হামেশা দেখা যায়। এক ফায়ার সার্ভিস লোকের সাথে কথা বলে জানা যায় মানুষের মাঝে সচেতনতা কম যার ফলে এই উপজেলায় এমন দুর্ঘটনায় প্রবনতা বেশি।