০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

সড়ক ভেঙ্গে যানচলাচলে বিঘ্ন অরক্ষিত হাওরের বোরো ফসল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়কে ভাঙ্গন দেখা দেওয়ায় হাওরের বোরো ফসল আগাম বন্যায় প্লাবিত হওয়ার আশন্কা রয়েছে। উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় স্থানীয়দের ভোগান্তির শেষ নেই। এনিয়ে স্থানীয় কৃষক ও জনসাধারণের মাঝে আতন্ক বিরাজ করছে।
১৭ মার্চ সোমবার সরজমিন ঘুরে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা রসুলগঞ্জ সড়কের লাউতলা এলাকায় বিভিন্ন স্থানে ভাঙ্গন রয়েছে। তন্মধ্যে একটি কালভার্টও ভেঙ্গে গেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এলাকাবাসী প্রধান সড়কের পাশ দিয়ে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন। সড়কের এসব ভাঙ্গনের কারনে স্থানীয় বিলচর, ঐয়ারবন্দ, দারারপেট, জাহিরবন্দ, কুনারবন্দ, ডিগারকুলসহ বেশ কয়েকটি ছোট বড় হাওরে বোরো জমির ধান প্লাবিত হওয়ার শন্কা নিয়ে কৃষকদের মনে আতন্ক বিরাজ করছে। দুলাল মিয়াসহ একাধিক স্থানীয়রা ও পথচারী বলেন, সড়কের ভাঙ্গনের কারনে এলাকার মানুষ দীর্ঘ দিন যাবত কষ্ট ভোগ করে আসছেন। ২০২২ সালের বন্যায় সড়ক ভেঙ্গে যাওয়ার পর মাটি ভরাট হলেও বিগত বছরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে রাস্তাটি আবার ভেঙ্গে যায়। তারপর আর কোন কাজ হয়নি। নদীতে পানি আসলেই কোন প্রকার বাঁধা ছাড়াই হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যাবে। এছাড়াও যানবাহন চলাচলসহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা সবুজ কুমার শীল বলেন, এসব রাস্তা ভাঙ্গন পানি উন্নয়ন বোর্ডের নয়। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সড়কের কাজের টেন্ডার হয়ে গেছে। কাজও শুরু হয়ে যাবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সড়ক ভেঙ্গে যানচলাচলে বিঘ্ন অরক্ষিত হাওরের বোরো ফসল

আপডেট সময়: ১০:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়কে ভাঙ্গন দেখা দেওয়ায় হাওরের বোরো ফসল আগাম বন্যায় প্লাবিত হওয়ার আশন্কা রয়েছে। উপজেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় স্থানীয়দের ভোগান্তির শেষ নেই। এনিয়ে স্থানীয় কৃষক ও জনসাধারণের মাঝে আতন্ক বিরাজ করছে।
১৭ মার্চ সোমবার সরজমিন ঘুরে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা রসুলগঞ্জ সড়কের লাউতলা এলাকায় বিভিন্ন স্থানে ভাঙ্গন রয়েছে। তন্মধ্যে একটি কালভার্টও ভেঙ্গে গেছে। যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। এলাকাবাসী প্রধান সড়কের পাশ দিয়ে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছেন। সড়কের এসব ভাঙ্গনের কারনে স্থানীয় বিলচর, ঐয়ারবন্দ, দারারপেট, জাহিরবন্দ, কুনারবন্দ, ডিগারকুলসহ বেশ কয়েকটি ছোট বড় হাওরে বোরো জমির ধান প্লাবিত হওয়ার শন্কা নিয়ে কৃষকদের মনে আতন্ক বিরাজ করছে। দুলাল মিয়াসহ একাধিক স্থানীয়রা ও পথচারী বলেন, সড়কের ভাঙ্গনের কারনে এলাকার মানুষ দীর্ঘ দিন যাবত কষ্ট ভোগ করে আসছেন। ২০২২ সালের বন্যায় সড়ক ভেঙ্গে যাওয়ার পর মাটি ভরাট হলেও বিগত বছরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির স্রোতে রাস্তাটি আবার ভেঙ্গে যায়। তারপর আর কোন কাজ হয়নি। নদীতে পানি আসলেই কোন প্রকার বাঁধা ছাড়াই হাওরে পানি ঢুকে ফসল তলিয়ে যাবে। এছাড়াও যানবাহন চলাচলসহ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
জগন্নাথপুর উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা সবুজ কুমার শীল বলেন, এসব রাস্তা ভাঙ্গন পানি উন্নয়ন বোর্ডের নয়। জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, সড়কের কাজের টেন্ডার হয়ে গেছে। কাজও শুরু হয়ে যাবে।