০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সদরপুরে অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

 

ফরিদপুরের সদরপুরে অবৈধ ও বেপরোয়া মাটির ট্রাকের নিচে চাপা পড়ে রোজিনা (৩৮) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোজিনা ৪ সন্তানের জননী এবং উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই আসামীরা গা ঢাকা দেয়। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১০টায় ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের উক্ত বাচ্চু বেপারীর নিজ বাড়িতে ড্রাম ট্রাকে করে মাটি ভরাট কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখিত ৫ জন আসামী হল ট্রাক ড্রাইভার সোহেল মাতুব্বর (২৭), ড্রাম ট্রাকের মালিক হায়দার বেপারী (৩৫), কন্ট্রাকটর রিংকু খান (৩০), শহিদ খান (৫৫) ও মোশাররফ শিকদার (৫৫)।

নিহত রোজিনার স্বামী বাচ্চু বেপারি এ প্রতিবেদককে জানিয়েছেন, বাড়িতে মাটি ভরাট কাজে রিংকু খানকে কন্ট্রাক্ট দেই। সোমবার রাত ১০টার দিকে মাটি ভরাটের সময় আমি, রিংকু ও আমার স্ত্রী রোজিনা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিলাম। ড্রাইভার সোহেল যেখানে মাটি ফেলার করার কথা সেখানে না ফেলে ইচ্ছাকৃতভাবে অন্যস্থানে ফেলতে গিয়ে ব্যাগ গিয়ার দিয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই আসামীরা পলায়ন করে।

এ প্রসঙ্গে ভাষাণচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাহেব আলী বলেন, নিহত রোজিনা আমাদের প্রতিবেশী এবং তার ৪ ছেলেমেয়ে রয়েছে। ঘটনাটি মর্মান্তিক। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাই।

এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এস আই মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানিয়েছেন, মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তী প্রক্রিয়া অগ্রবর্তী করা হবে

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

সদরপুরে অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়: ০৬:১৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

 

ফরিদপুরের সদরপুরে অবৈধ ও বেপরোয়া মাটির ট্রাকের নিচে চাপা পড়ে রোজিনা (৩৮) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোজিনা ৪ সন্তানের জননী এবং উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের বাচ্চু বেপারীর স্ত্রী। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই আসামীরা গা ঢাকা দেয়। এ পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সদরপুর থানা পুলিশ।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১০টায় ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের উক্ত বাচ্চু বেপারীর নিজ বাড়িতে ড্রাম ট্রাকে করে মাটি ভরাট কাজের সময় এ দুর্ঘটনা ঘটে।

এজাহারে উল্লেখিত ৫ জন আসামী হল ট্রাক ড্রাইভার সোহেল মাতুব্বর (২৭), ড্রাম ট্রাকের মালিক হায়দার বেপারী (৩৫), কন্ট্রাকটর রিংকু খান (৩০), শহিদ খান (৫৫) ও মোশাররফ শিকদার (৫৫)।

নিহত রোজিনার স্বামী বাচ্চু বেপারি এ প্রতিবেদককে জানিয়েছেন, বাড়িতে মাটি ভরাট কাজে রিংকু খানকে কন্ট্রাক্ট দেই। সোমবার রাত ১০টার দিকে মাটি ভরাটের সময় আমি, রিংকু ও আমার স্ত্রী রোজিনা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিলাম। ড্রাইভার সোহেল যেখানে মাটি ফেলার করার কথা সেখানে না ফেলে ইচ্ছাকৃতভাবে অন্যস্থানে ফেলতে গিয়ে ব্যাগ গিয়ার দিয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই আসামীরা পলায়ন করে।

এ প্রসঙ্গে ভাষাণচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাহেব আলী বলেন, নিহত রোজিনা আমাদের প্রতিবেশী এবং তার ৪ ছেলেমেয়ে রয়েছে। ঘটনাটি মর্মান্তিক। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহবান জানাই।

এ প্রসঙ্গে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার এস আই মোঃ মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদককে জানিয়েছেন, মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে মামলার পরবর্তী প্রক্রিয়া অগ্রবর্তী করা হবে