
ঘাটাইলে মানবজমিন প্রতিনিধি এ বি এম আতিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ১০ টায় শহরের শান্তি নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহত আতিকুর কে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সকাল ১১ টায় সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায় তার শরীরে স্যালাইন চলছে সে বিছানায় শয্যাশায়ী। পরে সাংবাদিক এ বি এম আতিকুল রহমান বলেন রাতে স্থানীয় সাংবাদিকদের ফোন পেয়ে পাকুটিয়া থেকে ঘাটাইল শহরে আসে আতিক। স্থানীয় একটি কিন্ডার কিন্ডারগার্টেনে তাদের সাথে একটি নিউজ নিয়ে আনোচনা করেন আতিক। পরে কথা শেষ করে বাড়ির ফেরার জন্য রওনা দিলে পথিমধ্যে শান্তিনগর স্থানে তাকে ঘেরাও করে ৮/১০ জন দুর্বৃত্ত। এ সময় এলোপাতাড়ি রড দিয়ে পেটানো হয় সাংবাদিক আতিককে। আতিকের আর্তচিৎকার স্থানীয়রা তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আতিকের বড় ভাই সাবেক ছাত্র নেতা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন এই সময়ে আমার আপন ছোট ভাই দুর্বৃত্তদের হাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শুনে তিনি মর্মাহত। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান এ ব্যাপারে কোন অভিযোগ তিনি পাননি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।