
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল করেছে মুসলিম জনতা।
আজ শুক্রবার বাদ জুম্মায় শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের সামন থেকে মিছিলটি শুরু হয়ে স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজার এসে পথসভার মাধ্যমে শেষ হয়। শ্রীধরপাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ ও শ্রীধরপাশা উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে মোহাম্মদগঞ্জ বাজারে হরমুজ উল্লা জামে মসজিদের পাশে এসে পথসভায় বক্তব্য দেন শ্রীধর পাশা সেন্ট্রাল জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হোসাইন আহমদ,বিশিষ্ট সমাজ সেবক জাকুয়ান আলম কোরেশি, বাজার মসজিদের ইমাম ও খতিব মুহাদ্দিস হযরত মাওলানা কামরান,মাওলানা আতাউর রহমান হানিফ, মাওলানা হোসাইন আহমদ ইসরায়েলকে সন্ত্রাসী দখলকার উল্লেখ করে গাজায় হত্যা বন্ধে জাতিসংঘ, আরবলীগ, ওআইসি কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান তিনি।
সমাজ সেবক জাকুয়ান আলম কোরেশী বলেন, পবিত্র রমজানে সন্ত্রাসী অবৈধ রাষ্ট্র শান্তিচুক্তি ভঙ্গ করে গাজায় হামলা ও নির্মম গণহত্যা চালিয়ে বিশ্বের সারে সাতশ কোটি মানুষের অন্তরে আঘাত করেছে। এ হামলার মাধ্যমে তারা শুধু শান্তিচুক্তি ভঙ্গই করেনি, যুদ্ধাপরাধ করেছে। তিনি আরও বলেন, এসব করে দখলকার আগ্রাসী বাহিনীর শেষ রক্ষা হবেনা। বরং ইসলাম ও মুসলমানদের চুড়ান্ত বিজয় অপেক্ষা করছে। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর, শ্রীধরপাশা, গলাখাল, কামারখাল সহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের তৌহিদী মুসলিম জনতা ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।