
আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় খুলনা রেলওয়ে স্টেশনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। বর্ষবরণ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
খুলনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে আবহমান বাংলার সংস্কৃতি তুলে ধরে বর্ণাঢ্য এই আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নেয়।
পরে শহীদ হাদিস পার্কে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।