
সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক সহিংস ঘটনায় লুৎফননেছা লাভলী (৪৮) নামে এক নারী থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ১৭ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে ঘটে।
লুৎফননেছা লাভলীর অভিযোগে জানাগেছে, পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের কারণে পূর্ব পরিকল্পিতভাবে জাফর বেপারী (৪৫), রেজাউল বেপারী (৩৫), সাকায়াত বেপারী (৩০), মোহাম্মদ বেপারী (৫০), করিম বেপারী (৬০), হালিম বেপারী (৬৫) সহ আরও ৫০-৬০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে প্রবেশ করে তাকে গালিগালাজ করে এবং বাধা দেওয়ার চেষ্টা করলে রান্নাঘর ও পাকা বাথরুম ভাঙচুর করে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লুৎফননেছা লাভলীর কানে থাকা ৮ আনা ওজনের স্বর্ণের দুল, গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং হাতে থাকা ২টি স্বর্ণের বালা জোরপূর্বক ছিনিয়ে নেয়, যার বাজার মূল্য প্রায় ৩,২০,০০০ টাকা। এছাড়া ঘরে থাকা নগদ ৫,০০,০০০ টাকা চুরি করা হয়। তার ছেলে হৃদয় মৃধা ও নাতনী লামিয়া আক্তারকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং লামিয়ার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা খুন ও অগ্নিসংযোগের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লুৎফননেছা লাভলী থানায় অভিযোগ দায়ের করেন।
এঘটনায় লুৎফননেছা লাভলী আহত হয়ে সদরপুর হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।