
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে ৫ টি দোকানঘর ভেংগে দেওয়া হয়েছে সেই সাথে একটি শেড ঘরও প্রভাবশালীদের হাত থেকে দক্ষলমুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন যাবত সরকারী জায়গা দখল করে এসব দোকান ঘর নির্মান করে ভাড়া দিয়ে ব্যাবসা করে আসছিল প্রভাবশালী কিছু ব্যাক্তি।
রবিবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের স্টেডিয়াম মাঠ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
অভিযান সুত্রে জানা যায়, উপজেলা সদরের মাঠ সংলগ্ন এলাকায় সরকারী জায়গা দখল করে দোকান ঘর তুলে ভাড়া দিয়েছিলেন কিছু প্রভাবশালী ব্যাক্তি । উপজেলা প্রশাসন তাদের বার বার নোটিশ করলেও তারা সরকারী জায়গা থেকে দোকান ঘর সরিয়ে নেয়নি। যার ফলে আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা ভেংগে দেওয়া হয়। সেই সাথে বড় একটি শেড ঘরও প্রভাবশালীদের দখল থেকে দখল মুক্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, প্রভাবশালীদের হাত থেকে সরকারী জায়গা দখল মুক্ত করতে আগামীতেও উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।