
আব্দুল্লাহ সরদার স্টাফ রিপোর্টার :
আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোঁরা বন্ধ এবং দ্রব্যমূল্য সহনশীল রাখার দাবীতে বাগেরহাটের ফকিরহাটে স্বাগত মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে ফকিরহাট মডেল মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফকিরহাট মডেল মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানায় দলের পক্ষ থেকে। মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বায়তুল মাল সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, ফকিরহাট উপজেলা শাখার আমীর এবিএম তৈয়াবুর রহমান, সেক্রেটারি সেখ আবুল আলা মাসুম, ফকিরহাট শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি সেখ সুমন হোসেন, বিশিষ্ট সমাজ সেবক অধ্যাপক মোফাজ্জল হায়দার, সমাজ সেবক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।