০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ঘোড়াঘাটে দুটি ইট ভাটায় অভিযান, জরিমানা

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সেই সময় ভাটাগুলোতে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ ঘটনায় উপজেলার অন্যান্য ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন সরকারের নেতৃত্বে পৌরশহরের চাম্পাতলি ও উপজেলা সিংড়া ইউনিয়ন বারোপাইকার গড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এইচ.বি.এমকে ১০ হাজার এবং বি.এইচ.এনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বি.এইচ.এন এবং এইচ.বি.এম ইট ভাটায় ফায়ারসার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, দুটি ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

ঘোড়াঘাটে দুটি ইট ভাটায় অভিযান, জরিমানা

আপডেট সময়: ০১:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

দিনাজপুরের ঘোড়াঘাটে ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২টি ইট ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সেই সময় ভাটাগুলোতে অনিয়ম করে ইট পোড়ানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার (৮ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। এ ঘটনায় উপজেলার অন্যান্য ইটভাটা মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেশ কিছু ইটভাটা মালিক ইট পুড়িয়ে যাচ্ছেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন সরকারের নেতৃত্বে পৌরশহরের চাম্পাতলি ও উপজেলা সিংড়া ইউনিয়ন বারোপাইকার গড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় এইচ.বি.এমকে ১০ হাজার এবং বি.এইচ.এনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বি.এইচ.এন এবং এইচ.বি.এম ইট ভাটায় ফায়ারসার্ভিসের সহযোগিতায় ফায়ার পাম্প মেশিন দিয়ে পানি ছিটিয়ে কাঁচা ইট ধ্বংস এবং ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম বলেন, দুটি ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই এলাকার বেশির ভাগ ইটভাটাগুলো অনিয়ম করেই ইট পোড়ায়। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিত ছিলেন।