১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামী তাঁদের গ্রামের পাশে ভূট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশি আবদুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আবদুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আবদুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

লবণচরা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

ঘোড়াঘাটে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

আপডেট সময়: ০৫:৫০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 

 

দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার পৌরশহরের শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনায় আব্দুল খালেকের বিরুদ্ধে থানায় ওই নারী নিজে বাদী হয়ে বিকাল ৫ টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় আব্দুল খালেককে বিকালেই গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

অভিযুক্ত আব্দুল খালেক পৌরশহরের ৭ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় বাসিন্দা।

মামলার নথি থেকে জানা যায়, সোমবার সকালে ওই নারী ও তাঁর স্বামী তাঁদের গ্রামের পাশে ভূট্টা ক্ষেত সংলগ্ন ইউক্লিপটাস বাগানে রান্নার জন্য পাতা ও খড়ি কুড়াতে যান। এ সময় ওই নারী বাগানে গাছের পাতা কুড়াচ্ছিলেন। একই সময় পাশেই অদূরে তাঁর স্বামী শুকনো খড়ি সংগ্রহ করছিলেন। এ সময় প্রতিবেশি আবদুল খালেক ওই গৃহবধূকে একা পেয়ে তাঁকে পেছন থেকে জাপটে ধরে পাশের ভূট্টা ক্ষেতের ভেতরে নিয়ে যান। পরে, সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আবদুল খালেক ভুট্টা ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করেন। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয়রা অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, সোমবার সকালে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে, বিকেলে ওই ভুক্তভোগী গৃহবধূ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আটক আবদুল খালেককে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিকে আগামীকাল মঙ্গলবার সকালে দিনাজপুর আদালতে পাঠানো হবে।