
৫০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।
ওই মাদক ব্যবসায়ী গুনবাহ ইউনিয়নের চাপলডঙ্গা গ্রামের সালাম খানের ছেলে শাহিন খান (৪৮)। আটকের ঘটনায় এসআই মহেশ অধিকারী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলা নম্বর ১৮।
জানা যায়, গত বৃহস্পতিবার গভীর রাতে গুনবাহ কামার গ্রামের রবিউল ইসলামের বাড়ির পাশে ইয়াবা বিক্রি করার সময় যৌথ বাহিনীর অভিযান করেন।যৌথ বাহিনীর অভিযান টের পেয়ে দৌড়দিয়ে রবিউলের বাড়িতে ডুকে পড়লে উঠান থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে।
শুক্রবার(২১ মার্চ) আসামিকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে শুক্রবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।