
ফকির আল মামুন,স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের সদরপুরে পৃথক অভিযানে হেরোইন ও ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদরপুর থানা পুলিশ।
সদরপুর থানার সামনে থেকে ৩.৬০ গ্রাম (৫১ পুরিয়া) হেরোইনসহ আসিফ বেপারি (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি ঢেউখালী ইউনিয়নের দবির উদ্দিন বেপারি ডাঙ্গী গ্রামের জিল্লু বেপারির ছেলে।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল পশ্চিম শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল, ৩০০ গ্রাম গাঁজা ও ১ বোতল মদসহ ফারুক খান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি পশ্চিম শ্যামপুর গ্রামের হাসেম খানের ছেলে।
উভয় অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে
উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ ও ধরন অনুসারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেন।